সব

আসছে দ্বীন ইসলামের একক এ্যালবাম “মনের আাকাশ”

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd December 2017at 2:41 pm
129 Views

বিনোদন ডেস্কঃ আসছে নতুন বছর ২০১৮ উপলক্ষে – বাংলাদেশ পুলিশ থীম সং এর শিল্পী সার্জেন্ট দ্বীন ইসলাম এর ৩য় একক এ্যালবাম “মনের আাকাশ”।

মনের আকাশ এ্যালবামে গান থাকছে ৬ টি, গানগুলো লিখেছেন গীতিকার এইচ এম রিপন, ইমদাদ সুমন। সুর করেছেন রাহুল , অনিম খান, অরন্য আকন্দ, মাসুম। মিউজিক করেছেন রাহুল, অনিম, অরন্য আকন্দ।

গানগুলো হলো – মনের আকাশ, দিয়েছি মন শুধূ তোকে, ধিকি ধিকি জ্বলে, মাটির গড়া দেহ, কারিগর, ডিজে পার্টি । এ্যালবামটি সিডি চয়েজ মিউজিক থেকে রিলিজ পাবে।

এ এ্যালবাম প্রসঙ্গে শিল্পী দ্বীন ইসলাম বলেন- বাংলাদেশ পুলিশ থীম সং করে ব্যাপক সাড়া পেয়েছি তারই ধারাবাহিকতায় আমার ৩য় এ্যালবাম “মনের আকাশ” করা। এই এ্যালবামে দর্শক শ্রোতারা কিছু ভিন্ন গান পাবে। দর্শক শ্রোতাদের কথা ভেবে আমার ৩য় এককে করা এই এ্যালবামটি।

“মনের আকাশ” এ্যালবাম থেকে “মাটির গড়া দেহ” গানের মিউজিক ভিডিও আগামী ২৩ই ডিসেম্বর সিডি চয়েজ মিউজিক এর ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে।


সর্বশেষ খবর