দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন লেগে নিহত ২৯
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd December 2017at 2:56 pm
FILED AS: আন্তর্জাতিক
113 Views
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের জেচেন শহরে একটি স্পোর্টস সেন্টারে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ২৯ জন।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরে জেচেন শহরের একটি আটতলা ভবনে আগুন লাগে। সেখানে আগুন নেভাতে ৬০ জনের বেশি অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন।
দেশটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, দক্ষিণাঞ্চলের জেচেন শহরের ওই আটতলা ভবনের ভূগর্ভস্থ কক্ষে আগুনের সূত্রপাত হয়। ভবনের দ্বিতীয় তলায় থাকা ব্যায়ামাগারে বেশি লাশ পাওয়া গেছে।
দমকল বাহিনীর এক মুখপাত্র বলেছেন, আগুনের কারণে সৃষ্ট কালো ধোঁয়ার অনেকের দম বন্ধ হয়ে মরা গেছেন। আগুন লাগার পর অনেকেই ভবনের ছাদে উঠে যান। ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।