ফিলিপাইনে ফেরি ডুবি, নিহত ৪ নিখোঁজ ৭’
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ২৫১ জন আরোহীকে নিয়ে একটি ফেরি ডুবে গেছে। বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়ো আবহাওয়ার মধ্যে ফেরিটি ডুবে যায়।
দেশটির কোস্টগার্ডের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২৫১ জনের মধ্যে ২৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা পাওয়া গেছে ৪জন। বাকি নিখোঁজ আছে আরও ৭ জন।
ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র আরমান্ড বালিলো জানান, কুয়েজন প্রদেশের পোলিলিও দ্বীপের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
ফেরিডুবির খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরুর জন্য দ্রুত সেখানে ছুটে যায় কোস্টগার্ডের নৌকা ও সেনাবাহিনীর হেলিকপ্টার। যার কারণে উদ্ধার তৎপরতায় অনেক বেশি সফল হয়েছেন তারা।
বালিলো বলেন, ‘আমরা প্রাণহানির ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু এখনও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।’ তার দাবি, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়নি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।
ওই ফেরির ২৮০ জন যাত্রীকে বহনের সক্ষমতা ছিল। রয়টার্স জানায়, দক্ষিণাঞ্চলে টাইফুনের কারণে সৃষ্ট ঢেউ এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।