‘নির্দেশ পেয়ে’ মেয়র হতে জনসংযোগে আতিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে জনসংযোগ করার নির্দেশ পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে গণসংযোগে মাঠে নেমে পড়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন-বিজিএমই এ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম। সোমবার প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, ‘সর্বোচ্চ পর্যায় থেকে জনসংযোগ করার জন্য নির্দেশ পেয়েছি। ইতিমধ্যে জনসংযোগ শুরুও করেছি।’
তিনি বলেন, ‘আমি প্রথমে ধাপে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত এবং তার প্ল্যানগুলো বাস্তবায়নের চেষ্টা করব। দ্বিতীয় ধাপে যেকাজগুলো করলে ঢাকাকে আমাদের স্বপ্নের মতো করা যাবে, সে চেষ্টা করব।’
এছাড়াও এ সিটির উপ-নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছে অর্ধডজন ব্যবসায়ী। আওয়ামী লীগও চাইছে, নিজেদের দলের কোনো পদের নেতা না হলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন কাউকে দিতে যে বিজয়ী হতে পারবে। সেক্ষেত্রে আনিসুলের মত ব্যবসায়ীদেরই প্রাধান্য দেবে তারা।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। এরপর ৩ ডিসেম্বর সোমবার তার পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে জানান, ডিএনসিসি উপ-নির্বাচনের তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।