গরু জবাই করলে খুন করার হুমকি বিজেপি নেতার
আন্তর্জাতিক ডেস্কঃ গরু চোরাচালান ও জইবায়ের সঙ্গে জড়িত থাকলে মরতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দলের এক বিধায়ক। দিন দুয়েক আগেই গরু পাচারকারী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছিল রাজস্থানের আলোয়ারে। আক্রান্ত ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
ভয় ও অস্থিরতার পরিস্থিতি শান্ত করার পরিবর্তে সেই হামলা প্রসঙ্গে এই বিতর্কিত মন্তব্য রাজস্থানের আলোয়ার জেলার রামগড়ের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। হুমকি দিয়ে তিনি বলেন, ‘যারা গরু হত্যা ও গরু পাচার করে, ধরা পড়লে মরতে হবে তাদের।’ খবর এনডিটিভির।
আলোয়ার পুলিশ জানায়, গত শনিবার তাদের কাছে খবর আসে গরুবোঝাই একটি ছোট ট্রাক রামগড়ে আসছে। তা আটকাতে রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে ট্রাকটি। এর পরই স্থানীয় যাদবনগর গ্রামের মানুষ ট্রাকটি আটকায়। কিন্তু ট্রাকে থাকা তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যান। ধরা পড়েন যান জাকির খান নামে একজন। তাকে ব্যাপক মারধর করে স্বঘোষিত গোরক্ষক বাহিনী। পরে পুলিশ জাকিরকে উদ্ধার করে। পা ও মাথায় চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায়, ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় ৮টি বাছুর। তবে আহুজা দাবি করেন, ‘গ্রামবাসী ট্রাকটিকে অনুসরণ করছিল। একপর্যায়ে ট্রাকটি উল্টে যায় এবং তিনি আহত হন। কেউই তাকে মারধর করেনি। ট্রাকটি উল্টে যাওয়ার কারণে তিনি আহত হন।’