ইরানে ৪.২ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আতঙ্কে হার্ট অ্যাটাক করে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৫৬ জন। রাজধানী তেহরান থেকে ৫০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ইরানের জরুরী চিকিৎসা সেবা দপ্তর জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার সময় বাড়ি-ঘর থেকে পালিয়ে যাওয়ার সময়ই বেশিরভাগ লোকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ১২টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে গত ২০ ডিসেম্বর ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দু’জনের মৃত্যু হয়।
বুধবার সকালেও তেহরানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। বেশির ভাগ লোকজনই ভূমিকম্প আতঙ্কে সারারাত বাড়ির বাইরে থেকেছেন।
তেহরান এবং কারাজ শহরের বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়েছে। মাত্র ছয় সপ্তাহ আগেই দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৬শ ২০ জনের বেশি মানুষ নিহত হয়।