সব

বিয়েটা অনেক বেশি গুরুত্বপূর্ণ : বিরাট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 28th December 2017at 11:18 am
FILED AS: খেলা
89 Views

স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই স্বপ্নের বিয়ে সেরে ফেললেন স্টার দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ব্যয়বহুল এবং ব্যাপক আরম্ভরপূর্ণ বিয়ে নিয়ে সবার মধ্যে তুমুল জল্পনা হয়েছিল। বেশ ঘটা করেও বিবাহোত্তর পর্ব সেরে ফেলেন।

বুধবারের আগে পর্যন্ত বিয়ে নিয়ে কোনো কথা বলেননি বিরাট কোহলি।

তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগের দিন, বুধবার সংবাদ সম্মেলনে এসে প্রথমবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের এ অধিনায়ক।

তার মন্তব্য, বিয়েটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।

তিন টেস্ট, ছয়টি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতের ক্রিকেট দল।

গত ১১ ডিসেম্বর তাদের বিয়ের পর দেশে ফিরে দু’টো অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও যে তিনি দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি চালিয়ে গেছেন, সেটা বলেছেন কোহলি।

কোহলি বললেন, ‘আমার অবেচেতন মনে কিন্তু সব সময় দক্ষিণ আফ্রিকা সফরটা ঘুরছিল। মানসিকভাবে তাই এই সফরটার জন্য আমি তৈরি।’

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর