১২৬ ইউপি ও পৌরসভায় ভোটগ্রহণ চলছে
স্টাফ রিপোর্টারঃ দেশের ১২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ৬ পৌরসভা ও ৩৭ ইউপিতে সাধারণ এবং বাকিগুলোয় বিভিন্ন পদে উপনির্বাচন চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে।
এদিকে সকালে কুয়াশা ও শীত উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেছেন নির্বাচনী কর্মকর্তারা।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
আশা করছি, ভালোভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ১২৬ ইউপি, পৌরসভা ও জেলা পরিষদে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৩৭ ইউনিয়ন ও ৬ পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে।
৩১ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে ও ৬টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং একটি ইউপির একটি ওয়ার্ডে পুনর্র্নিবাচন হচ্ছে। এ ছাড়া ৩টি পৌরসভার ও দুটি জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে উপনির্বাচন চলছে।
যেসব ইউনিয়ন ও পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে- সেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি এবং র্যাবের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
কোথাও কোথাও কোস্টগার্ডও রয়েছে। প্রতিটি এলাকায় আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট কাজ করছে। যে ৬ ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে, সেখানেও পুলিশ, বিজিবি ও র্যাব রয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, যে ৩৭ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হচ্ছে, সেগুলোর মধ্যে ১৫টিই কুমিল্লায় অবস্থিত। এ ছাড়া সেখানে ৪ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনও রয়েছে।
নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ : ছয় পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আজ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। এগুলো হল- পঞ্চগড়ের বোদা পৌরসভা, দিনাজপুরের বিরল পৌরসভা, রাজশাহীর বাঘা পৌরসভা, নাটোরের বনপাড়া পৌরসভা, ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এবং জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।