২০১৭ সালের শেষ ‘ইত্যাদি’ আজ
স্টাফ রিপোর্টারঃ দেশের বহুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বেশকিছুদিন ধরেই ইত্যাদির প্রতিটি পর্বে দেশের বিভিন্ন কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। সে ধারাবাহিকতায় ইত্যাদির শুটিং হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে।
সেখানে ধারণকৃত ২০১৭ সালের শেষ পর্বটি দেখা যাবে আজ (শুক্রবার) বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
জানাগেছে, কক্সবাজার সৈকতের উঁচু-নিচু জায়গায় সেট ফেলে বিকেল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে এবারের পর্বটি ধারণ করা হয়েছে। জোয়ার-ভাটার সময় মাথায় রেখে করা হয়েছে শুটিং। শুধু তাইনয় কক্সবাজারের অনেক অজানা অনুপ্রেরণাদায়ক স্থান ও মানুষের গল্প উঠে এসেছে এবারের পর্বে। ১৩ ডিসেম্বর গোধূলিলগ্নে হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে সেট ফেলে শুরু হয় অনুষ্ঠানের দৃশ্যধারণ।
বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।