রোটার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের উদ্দ্যেগে উইনটার কিডস ডিস্ট্রিভিউশন প্রোগ্রাম অনুষ্ঠিত
মোঃ সাখাওয়াত হোসেনঃ রোটার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের উদ্দ্যেগে উইনটার কিডস ডিস্ট্রিভিউশন প্রোগ্রাম উষ্ণ-২০১৭ অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল ৪ ঘটিকায় উত্তরার ৪নং সেক্টরের বাংলাদেশ ক্লাব প্রাঙ্গণে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন রোটার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের স্পন্সর ক্লাব রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মীর বশির আহমেদ স্যার। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্টর মোঃ সাখাওয়াত হোসেন (ক্লাব এডিটর ২০১৭-১৮ র ক্লাব অফ তিলোত্তমা স্পন্দন)।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার রোটারিয়ান মোঃইয়াসিন গণি স্যারসহ অন্যান্য রোটারিয়ান স্যার/মেডামগণ।এছড়াও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অফ তিলোত্তমা স্পন্দনের চার্টাড প্রেসিডেন্ট রবিউল ইসলাম রবিন,বর্তমান আইপিপি হাসিব আহমেদ নেসার,ক্লাব সার্ভিস ডিরেক্টর হাবিবসহ অন্যান্য রোটার্যাক্টগণ ।
সকলের উপস্থিতে অনুষ্ঠানের সভাপতি উইনটার কিডস ডিস্ট্রিভিউশন প্রোগ্রাম উষ্ণ-২০১৭ এর উদ্বোধন করেন।উত্তরা ৪নং সেক্টরের বাংলাদেশ ক্লাব প্রাঙ্গণ হতে রাজলক্ষী পর্যন্ত প্রায় ৪৫জন রিকশা চালক ভাইদের ভ্যাসলিন বিতরণ করা হয়। শীতের সময় ভ্যাসলিন ব্যবহারের সুবিধা সম্পর্কে সকল রিকশা চালক ভাইদের অবগত করেন সকল রোটারিয়ান ও রোটার্যাক্টগণ । ভ্যাসলিন পেয়ে রিকশা চালক ভাইদের মুখে হাসির ঝলক দেখে কিছুসময়ের জন্য শান্তির পরশ খুজে পান সকল রোটারিয়ান স্যার/মেডামগণসহ রোটার্যাক্টরা।
ভ্যাসলিন বিতরণ সম্পন্ন হলে অনুষ্ঠানে উপস্থিত রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট মীর বশির আহমেদ স্যার এর সংক্ষিপ্ত বক্তিতার মধ্য দিয়ে সকল রোটারীয়ান ও রোটার্যাক্টরদের ধন্যবাদ জানিয়ে উইনটার কিডস ডিস্ট্রিভিউশন প্রোগ্রাম উষ্ণ-২০১৭ এর সমাপ্ত ঘোষনা করেন উক্ত অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর মোঃ সাখাওয়াত হোসেন ।