সব

তাহসানের ‘যদি একদিন’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd January 2018at 2:32 pm
59 Views

বিনোদন ডেক্সঃ জনপ্রিয় গায়ক তাহসান। গাওয়ার পাশাপশি নাটকেও অভিনয়ে নিয়মিত তিনি। নতুন বছরের প্রথমদিনেই এবার ভক্তদের নতুন খবর দিলেন এ তারকা।

মোস্তাফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করবেন এ তারকা। এতে নায়ক হিসেবেই দেখা যাবে তাকে। তবে তাহসানের বিপরীতে কে অভিনয় করবেন সে খবর এখনও নির্মাতা জানাননি।

সম্প্রতি রাজের এ ছবিতে সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহসান। এতে ফয়সাল চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে তাহসান বলেন, রাজের চারটি নাটকে অভিনয় করেছি আমি। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে। আশা করি নাটক এবং গানের মতো ছবিতে দর্শকদের আমার পাশে পাবো।

তাহসান আরও বলেন, শুরু থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম।

রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

মোস্তফা কামাল রাজ বললেন, ‘ফয়সাল চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।

এই ছবির গল্প লিখেছেন রাজের সাথে আসাদ জামান। ত্রিভুজ প্রেমের গল্প এটি। এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। এর আগে ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি, ‘তারকাঁটা’য় ‘সম্রাট’ নির্মাণ করেন তিনি।


সর্বশেষ খবর