স্মৃতি পতায় ১৭, আলোচিত তারকা আত্মজীবনী
বিনোদন ডেক্সঃ বিদায় নিয়েছে ২০১৭। তবে
তাঁদের লেখা আত্মজীবনী প্রকাশের পর হয়েছে আলোচিত ও সমালোচিত। তাঁদের সত্যবচন কখনো বিব্রত করেছে কাছের মানুষদের। তৈরি করেছে বিতর্ক। চলুন ডিএনএ ইন্ডিয়ার সৌজন্যে জেনে নিই ২০১৭ লেখা এমন পাঁচটি আত্মজীবনী সম্পর্কে।
করণ জোহর (অ্যান আনসুইটেবল বয়)
পত্র-পত্রিকার কলাম হোক বা টুইটারের পোস্ট, সত্য বলতে কখনো পিছপা হননি নির্মাতা করণ জোহর। সত্য প্রকাশ করতে তাই তাঁর কাছের বন্ধু টুইংকেল খান্নার পথ বেছে নিলেন তিনি। লিখে ফেললেন একটি বই।
বইটির নাম ‘অ্যান আনসুইটেবল বয়’। যেখানে বলিউড তারকা কাজল ও কারিনা কাপুরদের মতো বন্ধুর কথা, নিজের ভার্জিনিটি হারানো ও শাহরুখ খানের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের কথা উঠে এসেছে।
সোহা আলি খান (দ্য পেরিলস অব বিং মডারেটলি ফেমাস)
পাতৌদির নবাব পরিবারের সদস্য তিনি। যেখানে বাবা মনসুর আলি খান পাতৌদি, মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলি খান ও ভাইয়ের বউ কারিনা কাপুর খান সবাই বেশ বিখ্যাত। তাঁদের তুলনায় ‘মোটামুটি বিখ্যাত’ সোহা আলি খান।
তাঁর বই ‘দ্য পেরিলস অব বিং মডারেটলি ফেমাস’-এ সেই দুঃখের কথাই লিখেছেন তিনি। এ ছাড়া অভিজাত পরিবারের সদস্য হওয়ার অভিজ্ঞতা, বাবা-মায়ের প্রতি তাঁর কৃতজ্ঞতা, মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, চলাফেরার স্বাধীনতা এবং মা হওয়ার অভিজ্ঞতা উঠে এসেছে বইটিতে।
ঋষি কাপুর (খুল্লাম খুল্লা)
হিন্দি শব্দ ‘খুল্লাম খুল্লা’র আভিধানিক অর্থ খোলাখুলি বা সোজাসাপ্টা। নিজের বই ‘খুল্লাম খুল্লা’-তে তাই বেশ খোলাখুলিভাবেই নিজের জীবনের গল্প বলেছেন ঋষি কাপুর, যা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
সামাজিক মাধ্যমের রসে টইটম্বুর পোস্টগুলোর মতো বেশ রসালোভাবেই নিজের জীবনকাহিনী বর্ণনা করেছেন তিনি। সেখানে উঠেছে ছেলে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথাও।
নওয়াজউদ্দিন সিদ্দিকী (অ্যান অর্ডিনারি লাইফ)
বইটি নিয়ে বিতর্ক তো হয়েছেই, সে বিতর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। বিতর্কের মুখে নিজের আত্মজীবনী প্রত্যাহার করতে বাধ্য হন নওয়াজ।
বলিউডে নিজের অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের পাশাপাশি নওয়াজের লেখা আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ ঠাসা ছিল তাঁর যৌনতা, চরিত্র ও সাবেক প্রেমিকাদের সঙ্গে নিশিযাপনের গল্পে। আর সে কারণেই আদালতে তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দেন সাবেক প্রেমিকা নীহারিকা সিং।
দিব্য দত্ত (মি অ্যান্ড মা)
বীর-জারা ছবির শাব্বুর চরিত্রের কথা নিশ্চয়ই ভুলে যাননি। সেই চরিত্রটিকে পর্দায় রূপ দেওয়া দিব্য দত্ত তাঁর মা ড. শালিনি দত্তকে নিয়ে বই লিখেছেন। বইটির নাম ‘মি অ্যান্ড মা’।
যেখানে নিরপেক্ষভাবে তিনি মার সঙ্গে তাঁর মধুর সম্পর্কের কথা তুলে ধরেছেন। যিনি একজন ‘সিঙ্গেল মাদার’। বইতে দিব্যর জীবনে তাঁর মায়ের ভূমিকার কথাও প্রকাশ পেয়েছে।