সব

জাহিদ হাসানের দাড়ির রহস্য কী?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd January 2018at 2:38 pm
62 Views

বিনোদন ডেক্সঃ ক্লিন সেভড’ অভিনেতা জাহিদ হাসানের মুখে বেশ কিছুদিন ধরে কাঁচা-পাকা দাড়ি! ব্যাপার কী? জাহিদ হাসান তখন জানিয়েছিলেন, তিনি ভারতের বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

ছবির নাম ‘সিতারা’। এই ছবির জন্য নাকি তিনি নিজের ‘লুক’ পরিবর্তন করছেন। ‘সিতারা’ ছবিতে দর্শক তাঁকে দুভাবে দেখবেন। একটাতে দাড়িসহ, আরেকটি দাড়ি ছাড়া।

বলেছিলেন, ‘আগে নিজেই দাড়ি রেখে দেখছি আমাকে কেমন দেখায়!’ এবার জানা গেছে আরেকটি ঘটনা।

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’।

ছবিটিতে আরও অভিনয়ের কথা আছে ‘ডুব’ ছবির অন্যতম অভিনেত্রী তিশার। ছবিতে ফিলিস্তিনের ইয়াদ হুরানিও অভিনয় করবেন বলে জানা গেছে।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে ‘শনিবারের বিকেল’ ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারত থেকে প্রযোজনায় থাকছেন শ্যাম সুন্দর দে।


সর্বশেষ খবর