মেসির প্রতিজ্ঞা বিশ্বকাপ জিতার
স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপ জিতে বছরটিকে রাঙিয়ে রাখতে চান ভীনগ্রহের তারকাখ্যাত মেসি। নববর্ষে একে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছেন আর্জেন্টাইন যুবরাজ।
বার্সেলোনার হয়ে সবই জিতেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার হয়ে এখনও মনে রাখার মতো কিছুই জিততে পারেননি তিনি।
এবার তা জিতে তৃষ্ণা মেটাতে চান সময়ের সেরা মহাতারকা। সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছেন তিনি। বিশ্বের আপামর জনসাধারণের ন্যায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন খুদে জাদুকর।
নিজ জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক আবহে বর্ষবরণ উৎসবে মাতেন তিনি। এসময়ই সোনার ট্রফি ছুঁয়ে দেখার প্রত্যয় ব্যক্ত করে টুইট করেন তিনি।
‘এ মুহূর্তে আমি দীর্ঘমেয়াদি কোনো চিন্তা করছি না। সামনে বড় কয়েকটি সুযোগ আছে, তা কাজে লাগাতে চাই।’
আগামী ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের, নামবে ১৫ জুলাই। মেসির বয়স এখন প্রায় ৩০। এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ! এরই মধ্যে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি।
তবে শিরোপার স্বাদ নেয়া হয়নি। অবশ্য গতবার সেই স্বাদ পেয়েই যাচ্ছিলেন। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে গেলে স্বপ্নভঙ্গ হয় পাঁচবারের বর্ষসেরার।
আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। সেই হিসাবে প্রায় ২৪ বছর শিরোপা খরায় ভুগছে ফুটবলপাগল দেশটি।
মেসি এও প্রতিজ্ঞা করেছেন, এবারের আসরের বিশ্বকাপ জিতলে রোজারিও থেকে সেইনট নিকোলাসের বাসিলিকা পর্যন্ত ৭০ কিলোমিটার হাঁটবেন তিনি।