সব

আই ইউ বি এ টিতে ৭৭তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st February 2018at 11:44 pm
90 Views

​নিজস্ব প্রতিবেদকঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি(আই ইউ বি এ টি )এর ৭৭তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুইদিনি ব্যাপি এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলে আই ইউ বি এ টি এর নিজস্ব ক্যাম্পাসে। স্প্রিং ২০১৮ সালের সেমিস্টারে এমবিএ, বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এগ্রিকালচারাল সাইন্স এবং নার্সিং প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও নতুন শিক্ষার্থীদের পরিচয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. মোহাম্মদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ জব্বার। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক ড. খাজা মোহাম্মদ সুলতানুল আজিজ, অধ্যাপক ড. এম এ হান্নান, অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম, অধ্যাপক ড. এ জেড এ সাইফুল্লাহ, অধ্যাপক ড. এম এ হক, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. এম এ হক, অধ্যাপক ড. শহিদুল্লাহ মিয়া, অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ডা. এ এস এ মাসুদ এবং জনাব মোঃ আবু হোরাইরা প্রমুখ।

বক্তারা উচ্চ শিক্ষায় আই ইউ বি এ টি’র শিক্ষার মান ও পরিবেশসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও সমসাময়িক বিশ্বের আধুনিক উচ্চ শিক্ষার চাহিদা তুলে ধরেন।

উন্নততর শিক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ভাল প্রশিক্ষণ ও নির্দেশিকাসহ সর্বশেষ মডিউল, পাঠ্যক্রম এবং পদ্ধতি অনুযায়ী তৃণমূল শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করতে হবে এবং পেশাদার উন্নয়ন নতুন স্নাতকদের পরিবর্তিত বিশ্ব চাহিদার সাথে খাপ খাওয়াতে সাহায্য করবে। তবে, তারা মনে করেন যে, দেশ-বিদেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজস্ব সাংস্কৃতিক ভিত্তি ও দেশপ্রেম নিয়ে তাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যহ, সকল বিভাগের বিভাগীয় ডিন, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর