সব

তুরাগে চোরাইতেলের আস্তানায় পুলিশী অভিযান, আটক ৪

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd February 2018at 12:09 am
48 Views

মোঃ হৃদয় খানঃ রাজধানী তুরাগ থানাধীন ১২ নং সেক্টর বালুর মাঠ এলাকায় অবৈধ চোরাই তেলের দোকানে সাড়াশি অভিযান চালিয়েছে তুরাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তুরাগ থানা পুলিশ সাড়াশি এ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ৪জনকে আটক করে। আটক হওয়া আসামীরা হলেন, গাড়ির ড্রাইভার আ: কুদ্দুস (৫০), তুহিন (২৪), চোরাইতেল ও মাদক ব্যবসায়ী শাহ আলাম (৪৮) এবং বাপ্পি (৩০)। দু’টি গাড়িসহ আটক করা হয়েছে।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, আটককৃত শাহ আলম ও বাপ্পি উত্তরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার পলাতক আসামী। অবৈধ চোরাই তেল (অকটেন, পেট্রোল ও ডিজেল) বেচা কেনা করার অপরাধে তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর