তুরাগে চোরাইতেলের আস্তানায় পুলিশী অভিযান, আটক ৪
মোঃ হৃদয় খানঃ রাজধানী তুরাগ থানাধীন ১২ নং সেক্টর বালুর মাঠ এলাকায় অবৈধ চোরাই তেলের দোকানে সাড়াশি অভিযান চালিয়েছে তুরাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তুরাগ থানা পুলিশ সাড়াশি এ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ৪জনকে আটক করে। আটক হওয়া আসামীরা হলেন, গাড়ির ড্রাইভার আ: কুদ্দুস (৫০), তুহিন (২৪), চোরাইতেল ও মাদক ব্যবসায়ী শাহ আলাম (৪৮) এবং বাপ্পি (৩০)। দু’টি গাড়িসহ আটক করা হয়েছে।
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস জানান, আটককৃত শাহ আলম ও বাপ্পি উত্তরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার পলাতক আসামী। অবৈধ চোরাই তেল (অকটেন, পেট্রোল ও ডিজেল) বেচা কেনা করার অপরাধে তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা প্রক্রিয়াধীন।