এইউবিতে বই পড়ি, স্বদেশ গড়ি শ্লোগানে আনন্দ র্যালী
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় রাজধানীর উত্তরায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বই পড়ি, স্বদেশ গড়ি, শ্লোগান নিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক,ট্রেজারার আবুল কালাম আযাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আব্দুস সালাম, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো:আব্দুল মতিনসহবিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
র্যালী পূর্ব জমায়েতে এইউবি উপাচার্য বলেন-বই পাঠ ছাড়া কেউ শিক্ষিত হতে পারেনা। শিক্ষিত না হলে দেশের উন্নতি হয়না। একজন অশিক্ষিত লোক যা করতে পারে একজন দক্ষ -শিক্ষিত লোক এরচেয়ে ১০০গুণ বেশি করতে পারে। নিজের পারিবারিক-জাতীয় জীবনে উন্নতি
করতে চাইলে শিক্ষা ও বই পড়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন- প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এইউবির লাইব্রেরী সবচেয়ে বেশি সমৃদ্ধ। সবচেয়ে বেশি (বই থাকা) সমৃদ্ধ এইউবি লাইব্রেরীকে আবাদ করতে ও স্বদেশ গড়তে বেশি বেশি বই পড়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।ই-বুক ও ই জার্নাল সংগ্রহ এবং ব্যবহারের উপরও তিনি গুরুত্বারোপ করেন।