সব

শাহজালালে দেয়াল ধসে নিহত ১, আরও হতাহতের আশঙ্কা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th February 2018at 6:24 pm
45 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়ালধসে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৪৫ মিনিটে কাস্টম হাউস অফিসের পাশে অবস্থিত দেয়ালটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন চাপা পড়েন। একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিমানবন্দর থানার এসআই ফরহাদ বলেন, দেয়ালের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। দেয়ালের নিচে আরও অনেকেই চাপা পড়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানান এসআই।

নিহত ব্যক্তি এবং যারা চাপা পড়েছেন, তারা সবাই শ্রমিক বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা


সর্বশেষ খবর