সব

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে চালক ও হেলপারদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 7th February 2018at 4:56 pm
55 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানী তুরাগ কামারপাড়া ইস্টানে প্রায় ২০০ জন পরিবহন শ্রমিক, ড্রাইভার ও হেলপার নিয়ে সচেতনতামূলক কর্মসূচী আয়োজন করে উওরা ট্রাফিক জোন।

আজ ৭ ফেব্রুয়ারি, ২০১৮ বুধবার সকাল ১১টায় ট্রাফিক উওর বিভাগের উওরা জোনের পরিবহনের শ্রমিক, চালক ও হেলপারদের নিয়ে এ সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়।

সচেতনতামূলক সভায় সড়ক কী কী কারণে আমাদের দেশে সড়ক দূর্ঘটনা ঘটে তার কারন, কীভাবে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো যায়, যানজটের কারণ, যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করেন সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উওরা জোন মোঃ জিন্নাত আলী মোল্লা।

সচেতনতামূলক সভায় চালক ও হেলপারদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি ট্রাফিক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ মুজিব রহমান, জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ হোসেন (ডালী) প্রমুখ ।


সর্বশেষ খবর