সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারঃ মো. আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এ সংক্রান্ত গেজেট আজই হবে।’সিইসি বলেন, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে যাব।’
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৭ এ উল্লেখিত মনোনয়নপত্র পরীক্ষাকরণ অংশে বলা হয়েছে, নির্বাচনী কর্তা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকিলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাতিত বলিয়া ঘোষণা করিবেন; তবে একাধিক ব্যক্তির মনোনয়ন বৈধ থাকিলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের (অতঃপর প্রার্থী বলিয়া অবহিত) নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করিবেন।
এরআগে দুপুর পৌনে ১২টার দিকে কমিশনে গিয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি পদে জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষার বিষয়টি আমরা পর্যবেক্ষণে এসেছিলাম। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি।’
সংবাদ সম্মেলনে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।