সব

‘টেক্সটাইলে বিশ্বে এক নম্বর হবে বাংলাদেশ’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 1st March 2016at 9:23 pm
53 Views

41স্টাফ রিপোর্টার ঃ আগামী কয়েক বছরের মধ্যে টেক্সটাইল খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষে থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের জনশক্তি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। ইতিমধ্যে আমরা ৮৭ হাজার জনবলকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের আরো এক লাখ ৮৫ হাজার দক্ষ কর্মী প্রয়োজন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এর সুফল পাওয়া যাবে।

তিনি বলেন, ‘টেক্সটাইল খাতে আমরা বিশ্বে এক নম্বর হব, এতে সন্দেহ নেই’।

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সুবিধা সস্তা শ্রমিক। চীনের আমাদের থেকে বেশি জনবল আছে, কিন্তু তাদের লেবার কস্ট বেশি। আমাদের থেকে কম কস্টে একমাত্র মিয়ানমারে জনবল পাওয়া যায়, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের তুলনায় সমৃদ্ধ না, বাজারও আমাদের তুলনায় বড় না।’

বৈঠকে অনুমোদিত ২৭৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ‘৪টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্প সম্পর্কে বর্ণনা করতে ‍গিয়ে মন্ত্রী আরো বলেন, তাদের লক্ষ্য মিড লেভেলের (মধ্যম সারি) কর্মী তৈরি করা।

আগামী কয়েক বছরে এই ইনস্টিটিউট আরো পৌনে দুই লাখ কর্মী তৈরি করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, তারা যদি দক্ষ জনবল তৈরি করতে পারেন, এ সংক্রান্ত জনবলের দিক থেকেও তারা বিশ্বে অন্যতম সোর্স কান্ট্রি হতে পারবেন।


সর্বশেষ খবর