১৬৪ ধারায়আদালতে স্বীকারোক্তি দিল জেএমবি আলমগীর
ডেস্ক রিপোর্ট ঃ জেলার দেবীগঞ্জ উপজেলার মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীহত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আলমগীর হোসেন (৩০) ১৬৪ ধারায়আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মার্জিয়া খাতুনের আদালতে এ স্বীকারোক্তি দেন তিনি।
অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি সকালে আলমগীর হোসেনসহ তিনজেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরেদেবীগঞ্জ থানা পুলিশ একই আদালত তাদের হাজির করে এবং রিমান্ডের আবেদন করে।আদালত প্রত্যেকের একত্রে ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেবীগঞ্জথানার ওসি বাবুল আক্তার জানান, গ্রেফতারকৃত ছয় জেএমবি সদস্য রিমান্ডে আছেন।এদের মধ্যে ঘটনার দিন গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্য ১৫ দিনের এবং আলমগীরসহগ্রেফতারকৃত তিনজনকে শনিবার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেওয়ার চার দিনের মাথায় আলমগীর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করলেন।