সব

ঢাকায় বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th February 2018at 8:06 am
45 Views

স্টাফ রিপোর্টারঃ ঢাকায় এসে পৌঁছেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ (শুক্রবার) বিকাল ৪টার পর দুই দিনের সফরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।

সিনিয়র এএসপি (এপিবিএন) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বিকাল ৪টার কিছু পরেই ঢাকায় এসে পৌছান।

১০ বছরের মধ্যে এই প্রথম কোন বৃটিশ পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফর। নানা কারণে সফরটি খুবই তাৎপর্যপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনাই প্রধানমন্ত্রী তেরেসা মে’র নেতৃত্বাধীন বৃটিশ সরকারের ওই প্রভাবশালী মন্ত্রীর সফরের মূখ্য উদ্দেশ্য। বৃটিশ এ মন্ত্রী সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পরে বরিস জনসন পরররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামীকাল (শনিবার) রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণে কক্সবাজারস্থ শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।


সর্বশেষ খবর