মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে বাংলাদেশ সরকার
স্টাফ রিপোর্টারঃ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থকদের বিক্ষোভ-প্রতিবাদ প্রতিহত করে তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ সরকার। দলটির নেতাকর্মী ও অন্যদের খেয়ালখুশিমতো গ্রেফতার ও আটক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের এগুলো বন্ধ করা উচিত।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরসি)। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভ-প্রতিবাদের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে প্রকাশ্যে নির্দেশ দেয়া উচিত বাংলাদেশ সরকারের।
এইচআরসির বিবৃতিতে আরও বলা হয়, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হয়েছে।