প্রতীবাদ
আমি শহিদুল ইসলাম পিতা আলম চাঁন। ব্যাক্তিগত জীবনে আমরা ব্যাবসায়ী। আমার বাবা দি চাঁন এন্ড সন্স এগ্রো ডেইরি ফার্ম লিঃ এর চেয়ারম্যান এবং আমি ব্যাবস্থাপনা পরিচালক। এছাড়া আমার বাবা ভাটুলিয়া ট্রাক ও কভারভ্যান ড্রাইভার ও শ্রমিক ইউনিয়ন এর সভাপতি।
১৯৮৫ সালে আমার বাবা জুবলীগ এর সকৃয় কর্মী ছিলেন এবং এরসাদ এর আমলে জুবলীগ কর্মী হিসেবে তার বিরুদ্বে মামলা করে তত কালিন সরকার। আমার বাবার মামলার পক্ষের আইনজীবী ছিলেন, আমাদের এলাকার বর্তমান এমপি মহোদয় এডভোকেট সাহারা খাতুন। সংসদিয় কোন রজনৈতিক দলের সাথে আমাদের বর্তমান কোন সম্পৃক্ততা নেই, এখন কোন দলিয় পদ বা পদবি নেই।
আমাদের পারিবারিক সমস্যা কিন্তু এখন তারা রাজনৈতীক সুবিধা নেয়ার জন্য পারিবারিক কলহকে রাজনীতিতে জড়াতে চাইছে একটি মহল। উনারা যে অফিস এর কথা বলছে তা কোন আওয়ামী অফিস নয়, সেটি একটি সমিতি অফিস। মাথায় আঘাত পেয়ে আমি যখন হাসপাতালে ছিলাম, তখন তাঁর মামলা যেতার জন্য ভাঙচুর চালিয়ে আমার নামে মামলা করে।
বর্তমানে ব্যাবসায়ীক কারনে রাজনীতি থেকে বিরত আছেন আমার বাবা। আমি আবার বলছি, তার কোন প্রকার রজনৈতিক পদ বা পদবি বর্তমানে নেই।