টি-২০ সিরিজে ৫ নতুন মুখ
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ইনজুরি থেকে ফিরে আসায় বরাবরের মতো দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
দলে অনেকটা চমক হয়ে এসেছে পাঁচ জন নতুন মুখ। মূলত বিপিএলে ভালো করার ফল হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা। নতুন পাঁচ ক্রিকেটার হলেন- আফিফ হোসেন, মেহেদী হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহি এবং জিকির হাসান।
ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে দলে জায়গা না পেলেও টি-২০ সিরিজের দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে।
বাংলাদেশ স্কোয়াড:
১.সাকিব আল হাসান (অধিনায়ক), ২.তামিম ইকবাল, ৩.সৌম্য সরকার, ৪.মুশফিকুর রহিম, ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬.সাব্বির রহমানৱ, ৭.মোস্তাফিজুর রহমান, ৮.রুবেল হোসেন, ৯.মোহাম্মদ সাইফুদ্দিন, ১০.আবু হায়দার রনি, ১১.আরিফুল হক, ১২.মেহেদী হাসান, ১৩.জাকির হাসান ১৪.আফিফ হোসেন, ১৫.আবু জায়েদ রাহি