সব

গাজীপুরে রাস্তায় ফেলে স্ত্রীকে পেটানো সেই স্বামী গ্রেফতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 11th February 2018at 11:26 pm
49 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তায় ফেলে স্ত্রীকে পেটানোর ঘটনায় স্বামী ইব্রাহিম (৩৮) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
১১ ফেব্রুয়ারি রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী ফরিদা আক্তার। গত ২০ জানুয়ারি শনিবার উপজেলার এমসি বাজারেকে প্রকাশ্যে ফরিদা আক্তারকে নির্যাতন করে তার স্বামী। বাদী হয়ে ওই দিন বিকেলেই স্বামী ইব্রাহিমকে প্রধান আসামী করে শ্রীপুর থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ফরিদা। ঘটনার পরপরই ইব্রাহিম গা ঢাকা দেয়ায় তাকে আটক করা যায়নি। রবিবার গোদার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাবিবুর রহমানের দোকানে পুলিশ অভিযান চালায়। ইব্রাহিম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ প্রায় ২ কিলোমিটার দৌড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, সাত বছর আগে ফরিদার প্রথম স্বামী পল্লী চিকিৎসক আব্দুল জলিল মারা যান। পরে ইব্রাহিম তার স্বামী রেখে যাওয়া সম্পত্তির লোভে ফুসলিয়ে তাকে বিয়ে করেন। বিয়ের পর ইব্রাহিমকে নিয়ে পূর্বের সংসারের তিন সন্তানের সাথে বসবাস করে আসছিলেন। ইব্রাহিমের সংসারে প্রথম স্ত্রী ছিল। পরে বিভিন্ন সময় টাকা-পয়সার জন্য ইব্রাহিম ফরিদার উপর নির্যাতন করতে থাকে। এরই এক পর্যায়ে প্রথম স্বামীর রেখে যাওয়া বাড়িটি
বিক্রির জন্য সে চাপ প্রয়োগ করতে থাকে। সম্প্রতি ইব্রাহিম তৃতীয় আরেকটি বিয়ে করে বউ নিয়ে আসে। এ নিয়ে সংসারে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ভরণপোষণও বন্ধ করে দেয় ইব্রাহিম।

শনিবার স্বামীর কাছে রান্নার চাল কিনে দিতে বলায় সে বেদম মারধর শুরু করে। ফরিদা স্বামীর অত্যাচার থেকে পালানোর চেষ্টা করে এমসি বাজার পর্যন্ত আসলে ইব্রাহিম তার পথরোধ করে তাকে রাস্তায় মারতে মারতে টেনেহিঁচড়ে রিকশায় ওঠানো হয়। পরে রিকশার পাটাতনে ফেলে নাক, মুখে জুতা দিয়ে আঘাত করে।

ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী মোবাইলে ধারণ করা নির্যাতনের ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিকেলেই পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে নির্যাতিতা বাদী হয়ে শ্রীপুর থানায় স্বামী ইব্রাহিম (৩৮), তৃতীয় স্ত্রী মৌরী আক্তার (২৫), মা জমিলা বেগম (৪৭), (ইব্রাহিমের শ্বাশুড়ি), শ্যালিকা নাসরিন সরকার (১৯) ও ফারজানা সুলতানাকে (২২) আসামী করে মামলা দায়ের করেন।


সর্বশেষ খবর