সব

ভাড়াটিয়া তথ্য সংগ্রহ বন্ধে আইনি নোটিস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 1st March 2016at 9:44 pm
57 Views

44স্টাফ রিপোর্টার ঃ  ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহের যে নির্দেশনা পুলিশ দিয়েছিল, সেটি বন্ধ করার জন্য আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনের আশংকা রয়েছে এমন যুক্তিতে ঐ নোটিস পাঠিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আজই ডাকযোগে পাঠানো ঐ নোটিসে বলা হয়েছে, তথ্য ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং কর্মস্থলের বিস্তারিতসহ যেসব তথ্য চাওয়া হয়েছে, সেগুলো সংগ্রহের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে পুলিশ।

এছাড়া যেহেতু বাংলাদেশে তথ্য সংরক্ষণ সংক্রান্ত কোন আইন নেই, সেহেতু সংগৃহীত তথ্য কোথায় সংরক্ষণ করা হবে এবং কিভাবে ব্যবহার করা হবে, সেটি জানতে চেয়েছেন মি. বড়ুয়া।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ২৪ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে জবাব দিতে বলা হয়েছে।

মি. বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন, নিজে একজন ভাড়াটিয়া হিসেবে এসব তথ্য যে অপব্যবহার হবে না সেই অনিশ্চয়তা রয়েছে তার।

সেকারণেই স্ব-উদ্যোগে এই নোটিস পাঠিয়েছেন তিনি।

মাত্র গতকালই এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছিলেন আগামী ১৫ই মার্চের মধ্যে ঢাকা শহরের সকল বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে।

বেশ কয়েকমাস আগে পুলিশের তরফ থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য আদায়ের জন্য ফরম বিতরণ করা হয়েছিল।

সূত্র বিবিসি বাংলা


সর্বশেষ খবর