বনশ্রীর দুই শিশুকে হত্যা করা হয়েছে
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ভাই আলভী আমান (৬) ও বোন নুসরাত জাহান অরুণীকে (১৪) আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা.প্রদীপ বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে ডা.প্রদীপ বিশ্বাস সাংবাদিকদের জানান, নিহত শিশু দুটির শরীরে ও গলায় আঘাত পাওয়া গেছে। খাদ্যে বিষক্রিয়ায় নয়, আঘাত জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে শিশু দুটিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল কি না বা কোনো বিষক্রিয়া ছিল কি না সে ব্যাপারে নিশ্চিত হতে কিছু নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরের খাবার খেয়ে রামপুরার নিজ ঘরে শুয়ে পড়ে নুসরাত জাহান অরুণী (১৪) ও আলভী আমান (৬) ।
সন্ধ্যায় তাদর ডাকাডাকি করার পর না ওঠলে বাসা থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সেসময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের বাসা রামপুরার বনশ্রী আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডে। বাসা নম্বর ৯। তাদের বাবার নাম আমান উল্লাহ একজন ব্যবসায়ী। মা জেসমিন আক্তার গৃহিনী। তাদের দুটি সন্তান অরুণী ও আলভী। অরুণী ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ও আলভী হলিক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিলেন।