সব

মনোনয়নপত্র রিটার্নিং অফিস পাশাপাশি ডিসি কার্যালয়েও জমা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 2nd March 2016at 3:45 pm
55 Views

1স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বে রিটার্নিং অফিসারের দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন ব্যবস্থপনা শাখার উপ সচিব শামসুল আলম সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন নির্বাচন কমিশন।

সামসুল আলম বলেন, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে তাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে।

তাই সেইদিকে লক্ষ রেখে আমরা ৬৪ জেলায় ৬৪ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়েগ দিয়েছি। যারা জেলা প্রশাসকের কার্যালয়ে বসবেন প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য। তাই এখন থেকে কোন প্রার্থী চাইলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এদিকে বিএনপির পক্ষে নির্বাচন কমিশনে অভিযোগ করে বলা হয়েছে ইউপি নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীরা ১১৪টির মতো ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা দিয়েছে। এই অভিযোগের এক দিন পর কমিশন একাধিক জায়গায় মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথ নিরাপত্তা সহকারে ওই দিনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বুঝিয়ে দেবেন।

উল্লেখ্য, এবার সারাদেশে সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে।১ম ধাপে ৭৩৮ ইউপিতে ভোট হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, ৬৮৪ ইউপিতে ২ মার্চ পর্যরন্ত মনোনয়ন জমার শেষ দিন, ভোট ৩১ মার্চ। এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর