সব

ফোরজি তরঙ্গ বাংলালিংক-গ্রামীণফোনের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 13th February 2018at 6:43 pm
57 Views

স্টাফ রিপোর্টারঃ চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি’র নিলামে বাংলালিংক ৫ দশমিক ৬ মেগাহার্জ, গ্রামীণফোন নিয়েছে ৫ মেগাহার্জ। মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে বিটিআরসি আয়োজিত নিলাম অনুষ্ঠানে ৪টি প্রতিষ্ঠানের অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে দুটি।

প্রথম দফায় ২১শ’ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের নিলামে অংশ নেয়নি কেউ। দ্বিতীয় দফায় ১৮০০ মেগাহার্জের মধ্যে বাংলালিংক পেয়েছে ৫ দশমিক ৬ মেগাহার্জ, গ্রামীণফোন নিয়েছে ৫ মেগাহার্জ। প্রতি মেগাহার্জ তরঙ্গের জন্য দাম নির্ধারণ করা হয় ৩ কোটি ১০ লাখ ডলার। তৃতীয় দফায় ৯০০ মেগাহার্জে নিলামে কেউ অংশ নেয়নি। চতুর্থ দফায় ২১০০ মেগাহার্জের ২ কোটি ৭ লাখ ডলার দামে ৫ মেগাহার্জ নিয়েছে বাংলালিংক। নিলামে অংশ নেয়নি রবি ও টেলিটক। আগামীকাল থেকে লাইসেন্স দেয়ার কথা থাকলেও তা দেয়া হবে আগামী সপ্তাহে। বিটিআরসি’র প্রত্যাশা, মার্চ থেকেই পর্যায়ক্রমে গ্রাহকদের ফোর জি সেবা দিতে পারবে অপারেটরগুলো। সেই সাথে সেবার মান নিশ্চিতের আশ্বাস বিটিআরসি’র।


সর্বশেষ খবর