সব

গাজীপুরের মনির হোসেন এপেক্স বাংলাদেশের জাতীয় পরিবেশ ও নদী সংরক্ষণ বিষয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মনোনীত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 15th February 2018at 12:43 pm
76 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় পরিবেশ ও নদী
সংরক্ষণ বিষয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মনোনীত হয়েছেন এপেক্স ক্লাব অব
গাজীপুরের সাবেক সভাপতি এপেক্সিয়ান মোঃ মনির হোসেন।
স¤প্রতি কক্সবাজারে এপেক্স বাংলাদেশের দুই দিনব্যাপী ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের প্রায় ১২শ এপেক্সিয়ান এতে অংশগ্রহণ করেন। সম্মেলন
পরবর্তী এক সভায় এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম
হোসেন শেবুলের সভাপতিত্বে এপেক্সিয়ান মোঃ মনির হোসেনকে জাতীয় পরিবেশ ও নদী
সংরক্ষণ বিষয়ক কমিটির প্রধান সমন্বয়কারী নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এপেক্সের মাতৃভূমি অস্ট্রেলিয়ার জিলং শহরে হলেও বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৬১ সালে।
সেবা, সৌহার্দ্য এবং সুনাগরিকত্ব এর মূল আদর্শ। সারাদেশে এর ১২০টির অধিক
ক্লাব এবং প্রায় ৪ হাজারের বেশি সদস্য রয়েছে।
এপেক্সিয়ান মোঃ মনির হোসেন এই পদে নিযুক্ত হওয়ার আগে তিনি জাতীয় পর্যটন
উৎসাহিতকরণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, এপেক্স বাংলাদেশ মুখপত্র এপেক্স বার্তার
সম্পাদক ও এপেক্স ক্লাব অব গাজীপুরের সভাপতিসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন
করেন। এছাড়াও তিনি ২০১৫ সালে বর্ষ সেরা সভাপতি ও জেলা পর্যায়ে সেরা এপেক্সিয়ান
নির্বাচিত হন।
মোঃ মনির হোসেন নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয়
সভাপতি, নদী ঐতিহ্য সংরক্ষক, নদী ও প্রকৃতি গবেষক ও হংকং ভিত্তিক এশিয়া প্যাসিফিক
ক্যামিকেল, বায়োলজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সোসাইটিরও সদস্য।

জাতীয় পরিবেশ ও নদী সংরক্ষণ বিষয়ক কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে তাকে নিযুক্ত
করায় তিনি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি, জাতীয় পর্ষদ ও শুভানুধ্যায়ীদের কাছে
কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর