বিরামপুরে স্ত্রীর পরকিয়ায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ আটক ২
সামিউল আলমঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে স্ত্রীর পরকিয়ায় ছোট ভাই রাছেল মিঞার (১৮) হাতে বড় ভাই আমির চাঁদ (২৮) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরামপুর থানা পুলিশ স্ত্রী ও ভাইকে আটক করেছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫
ফেব্রুয়ারী) ভোর-রাতে উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের বড় ছেলে আমির চাঁদ ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফেসকারঘাট এলাকার বিদ্দি গ্রামের দুদু মিঞার মেয়ে ফারজানা বেগমের (২৫) প্রেমের সম্পর্ক ধরে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমির চাঁদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে কুমিল্লার একটি কম্পানীতে চাকুরি করতো।
এর মাঝেই তার স্ত্রী গোপনে দেবরের সাথে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমির চাঁদ চাকুরীস্থল থেকে ছুটিতে বাসায় এলে ঘটনার রাতে পরিকল্পীত ভাবে স্ত্রী ও ছোট ভাই তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের বর্গার সাথে ঝুলিয়ে আত্যহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রতিবেশীদের মাঝে বিষয়টি জানাজানি হলে ঐ সময়ই তাদের হাতেনাতে ধরে গাছের সাথে বেঁধে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমানের সাথে
মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি। পরে এস আই রজব আলীর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা নাকি আত্যহত্যা তা ময়না তদন্তের পরেই জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।