প্লেবয় মডেলের সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে তোলপাড়!
আন্তর্জাতিক ডেস্কঃ ফের সম্পর্ক নিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এসব বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। পর্নস্টার থেকে প্লেবয় মডেল, কে নেই ট্রাম্পের সেই তালিকায়৷সম্প্রতি এক পর্নস্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলে সমালোচনায় জড়িয়েছিলেন ট্রাম্প৷ এবার তার বিরুদ্ধে অভিযোগ তুললেন এক প্লেবয় মডেল৷ তিনি অভিযোগ তুলেছেন, মার্কিন প্রেসিডেন্টের তিনি নাকি প্রাক্তন প্রেমিকা৷ এমনকী ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি৷
তিনি হলেন প্রাক্তন প্লেবয় মডেল কারেন ম্যাকডাউগল৷তার দাবি, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক৷ ঘনিষ্ঠতা এতটাই ছিল যে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়েছিল বলে জানিয়েছেন কারেন৷ আর এটা সেই সময়, যখন মাত্র এক মাস আগে বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মেরিনা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সন্তানের জন্ম দিয়েছেন৷
এদিকে কারেনের এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ৷ তবে NBC-র মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট এর আগেই কারেনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন৷ খবরগুলিকে “ভুয়া খবর” বলে দাবি করেছেন তিনি।
সংবাদমাধ্যমে প্রকাশ, ট্রাম্পের সঙ্গে কারেনের সম্পর্ক ছিল ৯ মাস৷ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেনিংয়ে সময় কারেন সেকথা প্রকাশও করেন৷ ২০১৬ সালের ৫ অগাস্ট কারেন একচটি সাক্ষাৎকারে বলেন এক “বিবাহিত পুরুষ”-এর সঙ্গে তাঁর “রোম্যান্টিক, ব্যক্তিগত ও শারীরিক সম্পর্ক” হয়েছিল৷ কিন্তু সেই ‘গল্প’ বেশিদিন চলেনি৷ ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের তলায় চাপা পড়ে গিয়েছিল৷
পর্নস্টার স্টিফানি শিফর্ড, ওরফে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গেও যে ট্রাম্পের সম্পর্ক ছিল, সেকথাও জানিয়েছেন প্লেবয় মডেল কারেন ম্যাকডাউগল৷ এপ্রসঙ্গে উল্লেখযোগ্য ড্যানিয়েলকে মার্কিন প্রেসিডেন্ট ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন৷ কিন্তু কেন তিনি এই টাকা দেন, তা জানাননি তিনি৷
কিছুদিন আগে এও শোনা গিয়েছিল এই স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কের কথা রাষ্ট্র হয়ে যাওয়া নাকি ঘর ছেড়েছিলেন ট্রাম্প ঘরণি মার্কিন ফার্স্ট লেডি মেরিনা ট্রাম্প৷ শোনা যাচ্ছিল, ট্রাম্প-ঘরণী নাকি হোয়াইট হাউস ছেড়ে থাকতে শুরু করেছেন ওয়াশিংটন ডিসি’র এক দামী হোটেলে৷ অভিমানেই নাকি একা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেলিয়ানা৷ অবশ্য হোয়াইট হাউজ এ ব্যাপারে স্পষ্ট করেনি।
আরো পড়ুন
আইইউবিএটি শিক্ষাথীদের সংসদে শিক্ষা সফর