সব

‘জিরো’ থেকে ‘ডন-৩’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 17th February 2018at 4:58 pm
84 Views

বিনোদন ডেস্কেঃ আগে ‘ডন’ বললেই মাথায় আসত অমিতাভ বচ্চনের নাম। কিন্তু ২০০৬ সালে ‘ডন’ ছবিতে শাহরুখের অভিনয় ছাড়িয়ে গেছে অমিতাভ বচ্চনকেও। এরপর ২০১১ সালে মৌলিক গল্পে ‘ডন-২’, ‘ডন’ হিসেবে ভক্তদের মনে পাকাপাকিভবে জায়গা করে দিয়েছে শাহরুখকে। তবে ‘ডন’ সিরিজের প্রথম পর্বের পাঁচ বছর বাদে দ্বিতীয় পর্ব মুক্তি দেওয়া হলেও তৃতীয় পর্বের কোনো দেখা নেই। অবশেষে সুখবর এসেছে ভক্তদের জন্য। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ‘জিরো’ ছবির পর ‘ডন-৩’ ছবির কাজে হাত দেবেন শাহরুখ।

ডন সিরিজের দুটি ছবি পরিচালনা করেছেন ফারহান আক্তার। ‘ডন-৩’ ছবিটিও তাঁরই পরিচালনা করার কথা রয়েছে। শাহরুখের ‘জিরো’ ছবির শুটিংয়ের মধ্যেই ‘ডন-৩’ ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘ডন-৩ অবশ্যই হবে, তবে আমি নিশ্চিত নই কখন শুরু হবে।’


সর্বশেষ খবর