সব

১২৭ ইউপিতে ভোটগ্রহণ ২৯ মার্চ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 18th February 2018at 6:13 pm
80 Views

স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৯টি পৌরসভা ও ১২৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে হেলালুদ্দীন গণমাধ্যমকে এই কথা বলেন।

ইসি সচিব জানান, ৪টি পৌরসভায় সাধারণ, ১টি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন, ৪টি পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে উপনির্বাচন, ৩৪ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৯৩ ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিল ১ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ।


সর্বশেষ খবর