এবারের ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড পেলেন যারা
বিনোদন ডেস্কঃ প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ভারতের অস্কার খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (বাংলা) অর্জন করেছেন। ‘বিসর্জন’ সিনেমার মধ্যমে তিনি এ পুরস্কার হাতে তোলেন। শনিবার রাতে তার হাতে তোলে দেয়া হয় ‘ব্ল্যাক লেডি’।
এবারের জিও ফেয়ার অ্যাওয়ার্ড-২০১৮ (পূর্বাঞ্চলীয়) আয়োজন করা হয় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে।
বাংলাদেশ থেকে এই আয়োজনে আরো মনোনয়ন পেয়েছিলেন চিরকুটের সুমি ও পাভেল আরীন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর (নারী) মনোনয়ন পেয়েছিলেন সুমি। আর একই সিনেমার আবহসঙ্গীতের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাভেল।
পুরস্কার হাতে পাওয়ার পর জয়া তার অফিশিয়াল পেজে আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সবকিছু আপনাদের ক্রমাগত ভালোবাসা ও আমার কাজের স্বীকৃতি। এটা আমাকে আরো ভালো কাজ করার উৎসাহ দেবে।’
জয়া আহসান এর আগে ‘আবর্ত’ ও ‘ঈগলের চোখ’ ছবির জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (পূর্ব) দুবার মনোনয়ন পেয়েছিলেন।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট:
> সেরা চলচ্চিত্র ‘বিসর্জন’।
> সেরা চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)।
> সেরা অভিনেত্রী জয়া আহসান (বিসর্জন)
> সেরা অভিনেতা প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)।
তৃতীয়বারের মতো জিও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-২০১৮ (পূর্বাঞ্চলীয়) এর পুরস্কার বিতরণী আসরে টলিউডের নামীদামী অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা অংশ নেন।