খালেদা জিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খালেদা জিয়া।
দলটির বর্তমান চেয়ারপার্সনের পক্ষে বুধবার সকালে দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে।
জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন না বলে তাঁরা আশা করছেন দলটির সিনিয়র নেতারা। ১৯ মার্চ বিএনপির কাউন্সিল হওয়ার পাশাপাশি চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে