সব

আবারো শীর্ষ ধনী হলেন বিল গেটস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 2nd March 2016at 4:03 pm
64 Views

12আন্তর্জাতিক ডেস্ক ঃ আবারো বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ৮৭.৪ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য সম্পদ নিয়ে এ স্থান অধিকার করলেন এই মার্কিন নাগরিক।

মঙ্গলবার ফোর্বস সাময়িকী বিশ্বের শীর্ষ ১৮১০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে।

গত বছর ফোর্বস-এর শীর্ষ ধনীদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন ১৮২৬ জন। এবার সেই তালিকা থেকে ১০ জন কমে গেছে। ধনীদের নিট সম্পদের পরিমাণও কমেছে। গত বছরের তুলনায় তাদের সম্পদ চলতি বছর ৬৫০ কোটি ডলার কমেছে।

টানা চতুর্থবারের মতো ধনীদের তালিকায় শীর্ষ অবস্থান দখল করে আছেন বিল গেটস। অবশ্য ২২ বছরের মধ্যে ১৭ বছরই শীর্ষে ছিলেন তিনি।

মাঝে কেবল পাঁচ বছর শীর্ষ অবস্থান হারিয়েছিলেন গেটস। গত এক বছরে তার সম্পদের পরিমাণ কমেছে ৪২০ কোটি ডলার।

ফোর্বস-এর হিসাবে এর পরও গেটসের হাতে এখন সাড়ে ৭ হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে। ৬ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জারা ফ্যাশনসের কর্ণধার স্পেনের আমানসিও ওর্তেগা।

যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ৬ হাজার ৮ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৪ হাজার ৪০৬ কোটি ডলার নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছেন। গত বছর জাকারবার্গ তালিকায় ১৬ নম্বরে ছিলেন।

অপরদিকে ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি শতকোটি ডলার সম্পদের মালিক ৮৪ জন ভারতীয়র মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন।

গত বছর তেল ও গ্যাস ব্যবসায় ধস নামায় আম্বানির সম্পদের পরিমাণ কমেছে। চলতি বছর তার হাতে ১ হাজার ৯৩০ কোটি ডলারের সম্পদ রয়েছে।


সর্বশেষ খবর