কোটালীপাড়া পৌর নির্বাচনের তপসিল ঘোষণা আনন্দ মিছিল
নাইমুল ইসলামঃ মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ন কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের তপসিল ঘোষণা হওয়ায় পৌরবাসীর
পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কোটালীপাড়া পৌরবাসী। এ উপলক্ষ্যে গত ১৯
ফেব্রুয়ারী সকালে একটি আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হিরণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ভিপি রুহুল আমিন খান, সাবেক কমিশনার দুলাল চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ
ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ভিপি নাজমুল সরদার
চপল, সাবেক ভিপি কাইয়ুম শেখ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল শেখ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল মুন্সী, সাবেক জি এস
সামীম দাড়িয়া প্রমূখ।