গাজীপুরের কালীগঞ্জে মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
মুহাম্মদ আতিকুর রহমানঃ পরিমাপে কম দেওয়ায় গাজীপুরের কালীগঞ্জে ‘মেসার্স উত্তরা বিজয় ফিলিং স্টেশন’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ দন্ডাদেশ প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেন বলেন, উপজেলার কালীগঞ্জ-টঙ্গী- ঘোড়াশাল বাইপাস সড়কের মেসার্স উত্তরা বিজয় ফিলিং স্টেশনটি প্রতিদিন পাঁচটি মেশিনে জ্বালানি তেল সরবরাহ করে। অভিযানে দেখা যায়, প্রতি লিটারের ২০০ মিলিমিটার জ্বালানি তেল কম দিচ্ছে তারা। ১৮ টাকা হারে যার বাৎসরিক মূল্য ৫০ লাখ টাকা।
পরিমাপে কম দেওয়ায় বিষয়টির প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা এবং বিএসটিআই দ্বারা সঠিক পরিমাপ নিশ্চিত না করা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান সহকারী কমিশনার সোহাগ।