এইউবিতে ভাষা দিবসের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ ২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাস ব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে ‘উচ্চ শিক্ষায় মাতৃভাষা’ শীর্ষক এক আলোচনা সভা এইউবির রেজিস্ট্রার ড. মো: শাহ আলমের সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা মো: আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন-এইউবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.এনামুল হক খান। আলোচনা রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, ইসলামের ইতিহাস-সভ্যতা বিভাগের প্রধান ড.আমিরুল ইসলাম, বাংলা বিভাগের
প্রধান ড. রিটা আশরাফ। পরিশেষে ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, কলা অনুষদের ডিন ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এইউবি উপাচার্য বলেন, আমাদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার গোড়াপত্তন হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাধ্যমে। বাংলা ভাষা আমাদের অস্তিত্বের পরিচয়। বাংলা ভাষা মায়ের ভাষা। যারা বাংলা ভাষাকে ভালবাসে না তারা মাকে ভালবাসে না। মাতৃভাষাকে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া যাবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলা বিভাগের প্রস্তাব না থাকলে নতুন করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।