এইতো মোদের সভ্যতা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 20th February 2018at 10:23 pm
FILED AS: কবিতা ও সাহিত্য
185 Views
নকলে ভরা এ ভুবনে সত্যের নেই মূল্য
সৎ লোক পায় উপহাস, প্রতারক পায় ফুলোমাল্য।
সহজ সরল মানুষকে সবাই ভাবে বোকা
ইচ্ছে মত কাজে কর্মে দেয় তারে ধোকা।
মানুষ ঠকাই যে চালাক তার নাম
বারেবারে তারে মোরা জানাই সালাম।
সকলে হার মানে ঝলো মলো পোশাকের কাছে
সাদা পোশাকে এ যুগে মূল্য নাহি আছে।
মিষ্টি কথায় মুগ্ধ হয়ে না করি যাচায়
আবেগের মহে অন্ধ হয়ে নিজেকে হারাই।
এটায় আধুনিকতা,এইতো মোদের সভ্যতা
মিথ্যাকে ধরেছি আকরে ছেড়ে সততা।
লেখক মোঃ সারোয়ার হোসেন
সহকারী শিক্ষক,ছাতনী চৌহমুনী আর্দশ উচ্চ বিদ্যালয় ।।