সব

সৌদিতে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ‘ফ্যাশন শো’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 21st February 2018at 12:21 am
124 Views

আন্তর্জাতিক ডেস্কঃ এই প্রথম ফ্যাশন শোঅনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। দেশটির রাজধানী দুবাইয়ের আরব ফ্যাশন কাউন্সিল রিয়াদে ফ্যাশন শো’র আয়োজন করতে যাচ্ছে। এই ফ্যাশন সপ্তাহ আগামী ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সোমবার আরব ফ্যাশন কাউন্সিল এই ঘোষণা দেয়। এই কাউন্সিলের সভাপতি হলো সৌদি প্রিন্সেস নৌরা বিনতে ফয়সাল আল সৌদ।

কর্তৃপক্ষে জানিয়েছে, বছরে দুইবার এই ফ্যাশন শো’র আয়োজন করা হবে। মার্চের পরে অক্টোবরে আবার অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত ফ্যাশন শো’তে কি কি ইভেন্ট রয়েছে তা প্রকাশ করে নি কর্তৃপক্ষ। এছাড়া পোশাকের কোনো কোড মেনে চলতে হবে কিনা তাও জানা যায়নি।

ফ্যাশন শো’র ব্যাপারে প্রিন্সেস নৌরা বলেন, আমরা বিশ্বাস করি এই ফ্যাশন শো সৌদি আরবের অর্থনীতি খাততে চাঙ্গা করবে, বিশেষ করে পর্যটন, ব্যবসা খাতের উন্নয়ন হবে। সূত্র: যমুনা টিভি।


সর্বশেষ খবর