বিরামপুরে প্রসাসের ক্ষুদে শিল্পীদের শহীদ দিবস পালন
মোঃ সামিউল আলমঃ মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে প্রতিধ্বনি সাহিত্য সংস্কৃতিক সংসদ (প্রসাস) এক র্যালী, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে।
সুস্থ ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে বুধবার সকালে প্রসাসের শিশু শিল্পীদের নিয়ে র্যালীটি টিএন্ডটি এলাকা হতে শুরু করে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার মোড়ে মোড়ে র্যালী থামিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের গুরুত্ব, পটভূমি তুলে ধরে ভাষা শহীদদের উদ্দেশ্যে সম্মিলিত কন্ঠে দেশতœবোধক গান পরিবেশন করা হয়।
র্যালী শেষে ক্ষুদে শিল্পীদের নিয়ে খেলা-ধুলা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রসাসের চেয়ারম্যান সাদেকুর
রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন, প্রসাসের উপদেষ্টা মন্ডলীর সদস্য আস সাদিক। আরো উপস্থিত ছিলেন, প্রসাসের নির্বাহী পরিচালক ফসিউর রহমান, পরিচালক ইস্পাহানী সরকার, সহঃ পরিচালক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমূখ।