নাইমুল ইসলাম খানকে ডা. জোবাইদা আইনি নোটিশ
স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং কন্যা বৃটিশ নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন মর্মে মিথ্যা সংবাদ পরিবেশন করায় অনলাইন পত্রিকা আমাদেরসময়.কম’কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনটির চীফ এডিটর নাইমুল ইসলাম খানকে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটিতে যে তথ্য লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে সংবাদটি প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আমাদেরসময় ডট কমে ‘তারেকের স্ত্রী, কন্যা, বৃটিশ নাগরিকত্বের আবেদন চেয়ে দরখাস্ত’ শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং কন্যা নিয়ে আমাদেরসময় ডট কমে মঙ্গলবার প্রকাশিত সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে দলটি। প্রকাশিত সংবাদটি একেবারেই হীন উদ্দেশ্যে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।