সব

অনুজ্জ্বল তামিম, হারে শুরু পেশোয়ারের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 23rd February 2018at 9:42 am
FILED AS: খেলা
107 Views

স্টাফ রিপোর্টারঃ হাসল না তামিম ইকবালের ব্যাট। জয়ও পেল না পেশোয়ার জালমি। হার দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর শুরু হল দলটির।পিএসএলের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান করে পেশোয়ার জালমি। জবাবে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর তোলে মুলতান সুলতানস।

 

বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পেশোয়ারের শুরুটা মোটেও ভালো হয়নি।রানের খাতা খোলার আগেই ফিরে যান কামরান আকমল। দুই অঙ্কের ঘর স্পর্শ করে ফেরেন আরেক ওপেনার তামিম। মোহাম্মদ ইরফানের বলে দুর্দান্ত ক্যাচে তাকে ফিরিয়ে দেন জুনায়েদ খান। ফেরার আগে ১১ বলে ২ চারে ১১ রান করেন ড্যাশিং ওপেনার।

 

ডোয়াইন স্মিথ ও মোহাম্মদ হাফিজের ব্যাটে বাজে শুরুর ধাক্কা সামলে ওঠে পেশোয়ার। ২৪ করে স্মিথ ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন হাফিজ। দলীয় ১৩২ রানে ফেরেন তিনি। এর আগে ৫২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

 

একটু আগে ব্যক্তিগত ১৪ করে ফেরেন হারিস সোহেল। শেষ দিকে ড্যারেন স্যামির ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে দেড়শ ছাড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

১৫২ রানের জবাবে মুলতানের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৭ রানে রানের খাতা খোলার আগেই ফিরে যান আহমেদ শেহজাদ। শোয়েব মাকসুদকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন কুমার সাঙ্গাকারা।

 

মাকসুদ ২১ করে ফিরলেও থেকে যান সাঙ্গাকারা। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। দলীয় ১০৬ রানে ৫১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে ফেরেন এ লংকান কিংবদন্তি। ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় নবাগত দলটি।

 

এর ওপর দাঁড়িয়ে বাকি কাজটুকু সারেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ৩০ বলে ২ চার ও ২ ছক্কায় ৪২ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক। আর ১৩ বলে হার না মানা ২১ রানের সাইক্লোন ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিয়ান হার্ডহিটার।

 

ব্যাট হাতে দুর্দান্ত ঝলক দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাঙ্গাকারা।


সর্বশেষ খবর