কচ্ছপ বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির দায়ে রাজধানীর শাঁখারীবাজার থেকে গ্রেপ্তার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ছয় মণ কচ্ছপ জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
পরে নির্বাহী হাকিম সারোয়ার আলম তিনজনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁরা হলেন দীপক নন্দী (৫৫), পনির চন্দ্র দাস (৪০) ও ময়না রানী সরকার (৩০)।
পরে সারোয়ার আলম বলেন, পনির ও ময়না নরসিংদী ও মুন্সীগঞ্জ থেকে এই কচ্ছপ কিনে আনেন। তার পর দীপক নন্দীর বাড়ির সামনে বিক্রি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিপন্ন প্রজাতির এই কচ্ছপ বিক্রির অপরাধে তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।