সব

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th February 2018at 9:40 am
150 Views

মোঃ ফাহিম রেজা ফারহাদঃ বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা।

শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ মুনজুরুল হুদা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লাহ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ৪৫টি স্টল থাকবে। মেলায় প্রতিদিন কুইজ প্রতিযোগিতা ও লটারি অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর