সব

নিদাহাস ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th February 2018at 7:09 pm
FILED AS: খেলা
102 Views

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার মাটিতে আগামী মাসে অনুষ্ঠিতব্য নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিকালে এ দল ঘোষণা করা হয়।

এদিকে, ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ও জাকির হোসেন। নতুন করে আবারও দলে ফিরেছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার রনি।

এদিকে, নিদাহাস ট্রফির দলটা মূলত ১৫ জনের হলে সাকিব আল হাসানের সব ম্যাচ খেলা নিয়ে শঙ্কা থাকায় ১৬ জনের দল দেয়া হয়েছে। আর সেটা হলে সাকিবের অনুপস্থিতে দলের নেতৃত্বের ভার সামলাবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক এবং নাজমুল অপু।


সর্বশেষ খবর